কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রকল্প গ্রহণে খামখেয়ালিপনা দেশকে বিপদে ফেলবে

www.ajkerpatrika.com ড. মইনুল ইসলাম প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১৫:৫৪

বাংলাদেশে গত এক দশকে অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন শুরু হয়েছে, যেগুলোর কয়েকটিকে খামখেয়ালিপনার ফসল বলা চলে। চলমান প্রকল্পের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর এবং পায়রাবন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকার বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প এবং চট্টগ্রাম থেকে দোহাজারী হয়ে কক্সবাজার ও ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প ‘সাদা হাতি’ প্রকল্পের নিকৃষ্ট উদাহরণ। রাশিয়ার ১২ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণসহ মোট ১ লাখ ১৩ হাজার কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে বলা হচ্ছে।


রাশিয়া ভারতের চেন্নাইয়ের কুদনকুলামে ২ হাজার মেগাওয়াট ক্যাপাসিটির পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করে দিয়েছে ৬ বিলিয়ন ডলার ঋণে। অতএব, প্রশ্ন করা যৌক্তিক যে বাংলাদেশ কেন রাশিয়ার ১২ বিলিয়ন ডলার ঋণ নিয়ে ২ হাজার ৪০০ মেগাওয়াটের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি করেছে? (প্রকল্প শেষ হলে হয়তো দেখা যাবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদিত হচ্ছে না, প্রকল্পের প্রকৃত ব্যয়ও আরও বেড়ে যাবে)। এত ব্যয়বহুল ‘সাদা হাতি’ প্রকল্প কার খামখেয়ালিপনার ফসল? বলা হচ্ছে এই ঋণ পরিশোধে ২০ বছর সময় লাগবে এবং বার্ষিক কিস্তিতে বাংলাদেশকে সুদ-আসলে ৫৬৫ মিলিয়ন ডলার করে পরিশোধ করতে হবে ২০ বছর ধরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও