কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বেশিক্ষণ বসে থাকলে পা অবশ হয়ে আসে?

প্রথম আলো প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২, ১৩:২১

দীর্ঘ সময় এক জায়গায় একই ভঙ্গিতে ব‌সে থাকলে কিংবা একটানা ভ্রমণ করলে পা‌য়ে ঝি ঝি ধরতে পা‌রে। একে বলে টেম্পোরারি প্যারেসথেসিয়া বা পিনস অ্যান্ড নিডলস। এতে কিছুক্ষণের জন্য পা অসাড় বা অবশ লাগে। পায়ের ভঙ্গি পরিবর্তন করলে অল্প সময়েই আবার ঠিক হয়ে যায়।


এটি কোনো রোগ নয়। তবে অন্য কোনো রোগের উপসর্গ হিসেবে সমস্যাটি দেখা দিতে পারে। এ ক্ষেত্রে বয়স একটি বিষয়। পাশাপাশি ডায়াবেটিস বা নার্ভজনিত কোনো জটিলতা থাকলেও এটি হয়। তাই দৃশ্যমান কোনো কারণ ছাড়া এমন হতে থাকলে স‌চেতন হ‌তে হ‌বে। খাবারের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।


মূল সমস্যা জানার জন্য কিছু পরীক্ষা–নিরীক্ষা করা জরুরি। এ জন্য একজন বি‌শেষজ্ঞ চি‌কিৎস‌কের পরামর্শ নিতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে