You have reached your daily news limit

Please log in to continue


লঘুচাপের প্রভাব কমলে শীতের আমেজ আসবে

আন্দামান সাগর ও তত্সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশের বিস্তৃতি রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। লঘুচাপটি ক্রমে ঘনীভূত হচ্ছে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর লঘুচাপের প্রভাব কমে গেলে সারা দেশে শীতের আমেজ আসবে।

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার কারণে বৃষ্টিপাতের প্রবণতা কমে দেশজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী দুই দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। অপরিবর্তিত থাকবে দিনের ও রাতের তাপমাত্রা।

দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও তেঁতুলিয়ায় কয়েক দিন থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে, বিরাজ করছে শীতের আমেজ। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ সরে যাওয়ার পর সারা দেশেও শীতের আমেজ বিরাজ করবে বলে জানিয়েছেন আবহওয়াবিদরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন