আবু জানি–সন্দীপ খোসলার পোশাকে বলিউডের তারারা
প্রথম আলো
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ১০:৫০
বলিউডের নামকরা ডিজাইনারদের ভেতর মনীষ মালহোত্রা আর সব্যসাচী মুখোপাধ্যায়ের পরেই আবু জানি–সন্দীপ খোসলার অবস্থান। সন্দীপ খোসলার লেদার আর গার্মেন্টসের পারিবারিক ব্যবসা ছিল। তবে তিনি হতে চেয়েছিলেন ফ্যাশন ডিজাইনার।
পাঞ্জাবের সন্দীপ খোসলা চেন্নাইয়ে পড়াশোনা শেষ করে ক্যারিয়ার গড়তে পাড়ি দেন দিল্লিতে। সেখানে মন না বসায় তিনি চলে যান মুম্বাইয়ে, বলিউডের সিনেমায় সহকারী কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ শুরু করেন জর্জেস ভাথেনার সঙ্গে। জর্জেসের সঙ্গে সেই সময় আবু জানি নামের আরেক তরুণও কাজ শিখছিলেন। আবু জানির সঙ্গে সন্দীপের পরিচয়ের কিছুদিনের মধ্যেই তাঁরা একসঙ্গে কাজ শুরু করেন। সেই ১৯৮৪ সালে শুরু। আর এই সময় এসে এই জুটি তাঁদের সময়ের অন্যতম সফল ডিজাইনার। ৩৬ বছর ধরে একসঙ্গে কাজ করছেন তাঁরা।
- ট্যাগ:
- লাইফ
- ফ্যাশন
- ফ্যাশনপ্রীতি
- ফ্যাশন ট্রেন্ড