![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F9717cca0-0b29-444a-8d49-253828545721%252FCherry_Tiggo_8_Pro.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
৫০ লাখের মধ্যে ৩ বিলাসবহুল গাড়ি
নানা কারণে দিন দিন সবাই গাড়ি বা বাইকের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আপনি কী একটি গাড়ি কেনার কথা চিন্তা করছেন? আপনার বাজেট ৫০ লাখের আশপাশে হলে আপনি দেখতে পারেন এই তিনটি গাড়ি। একজন ক্রেতা হিসাবে গাড়ি কেনার আগে আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেগুলো হলো মাইলেজ, টর্ক, ইঞ্জিনের ক্ষমতা, গাড়ির চেহারা। তাই এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে আমরা ৫০ লাখ টাকা দামের মধ্যে তিনটি গাড়ি সম্পর্কে জানব।
চেরি টিগগো ৮ প্রো
এশিয়ান হোল্ডিংসের অঙ্গপ্রতিষ্ঠান এশিয়ান মোটরস্পেক্স লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে জাগুয়ার ল্যান্ড রোভারের অংশীদার চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেড। আন্তর্জাতিক বাজারে ২৫ বছরের বেশি সময় ধরে ৮০টির বেশি দেশে প্রায় ১ কোটি ক্রেতাকে সেবা দিয়ে আসছে চীনের চেরি অটোমোবাইল কোম্পানি লিমিটেড। বিশ্বব্যাপী আন্তর্জাতিক ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত চেরি অটোমোবাইল প্রযুক্তি, উদ্ভাবন, প্রবেশযোগ্যতা ও অন রোড পারফরম্যান্সের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। ইউরোপীয় ডিজাইন ও প্রাচ্যের নন্দনতত্ত্বের সংমিশ্রণে তৈরি হয় চেরি ব্যান্ডের গাড়িগুলো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- অটোমোবাইল
- বিএমডব্লিউ গাড়ি
- গাড়ি