কাশি কমছেই না?
প্রথম আলো
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২, ০৮:৪৯
মৌসুম বদলের এই সময়ে গলাব্যথা, খুসখুসে কাশি সাধারণ সমস্যা। অনেকে দীর্ঘদিন ধরে এ ধরনের কাশির সমস্যায় ভুগছেন। অ্যালার্জির ওষুধ, কাশির ওষুধ খাচ্ছেন; কিন্তু পুরোপুরি সারছে না। দীর্ঘদিনের খুসখুসে কাশি একটি বিরক্তিকর সমস্যা। দীর্ঘস্থায়ী কাশি থেকে ঘুম ব্যাহত হতে পারে, ক্লান্তিবোধ থাকতে পারে। এ ছাড়া গুরুতর ক্ষেত্রে বমি, হালকা মাথাব্যথা এবং বুকে ব্যথা হতে পারে।
দীর্ঘস্থায়ী কাশিকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলে ক্রনিক কফ। প্রাপ্তবয়স্ক মানুষ ও শিশুর কাশি যথাক্রমে আট ও চার সপ্তাহের বেশি থাকলে তাকে ক্রনিক কফ বলা হয়।
কখনো কখনো দীর্ঘস্থায়ী কাশির কারণ চিহ্নিত করা কঠিন হতে পারে, তবে সবচেয়ে সাধারণ কারণগুলো হলো তামাক ব্যবহার, পোস্টনাসাল ড্রিপ, হাঁপানি ও অ্যাসিড রিফ্লাক্স। অন্তর্নিহিত সমস্যাটির চিকিৎসা করা হলে দীর্ঘস্থায়ী কাশির সমস্যার সমাধান সম্ভব।