কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চার প্রার্থী ভোটে ‘অনিয়ম’ দেখেছেন, ‘সমস্যা’ দেখেননি ডিসি-এসপি

প্রথম আলো গাইবান্ধা সদর প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১৮:৪৩

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে দুই ধরনের বক্তব্য পেয়েছে তদন্ত কমিটি। নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে চার প্রার্থী দাবি করেছেন, নির্বাচনে অনিয়ম হয়েছে। এ কারণে তাঁরা নির্বাচন বর্জন করেছেন। তবে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) তদন্ত কমিটিকে বলেছেন, তাঁরা কোনো অনিয়ম দেখেননি। তাদের কাছে কেউ অভিযোগও করেননি।  


আজ বৃহস্পতিবার তদন্ত কমিটির কাছে চার প্রার্থী ও ডিসি-এসপি এমন বক্তব্য দেন। আজ তৃতীয় দিনের তদন্তকাজ সম্পন্ন হয়। সকাল নয়টায় গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে তদন্তকাজ শুরু হয়। তিন দিনব্যাপী এই তদন্তকাজ শেষ হয় দুপুর আড়াইটার দিকে। তিন দিনে নির্বাচন সংশ্লিষ্ট ৬২২ জনের বক্তব্য নেওয়া হয়। মোট ৬৮৫ জনের বক্তব্য নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনে ১৪৬ জন, দ্বিতীয় দিনে ৪৩০ জন এবং শেষ দিনে ৪৬ জনের বক্তব্য নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও