কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গাইবান্ধা-৫ উপনির্বাচনে নীরব ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী

ডেইলি স্টার গাইবান্ধা সদর প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১৫:২২

গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন কয়েকজন নির্বাচন কর্মকর্তা।


আওয়ামী লীগ প্রার্থীর লোকজন ও এজেন্ট গোপন কক্ষে ঢুকে ভোটারদের হাতের ছাপ নিয়ে নিজেরা ভোট দিলেও এ সময় নীরব ভূমিকা পালন করেছে পুলিশ। ম্যাজিস্ট্রেটরাও বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি বলে অভিযোগ নির্বাচন কর্মকর্তাদের।


নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিটি গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনের অনিয়ম তদন্ত করতে ৪০ জন প্রিসাইডিং অফিসার ও ২৭৮ জন সহকারী প্রিসাইডিং অফিসারের বক্তব্য শুনেছেন। অনিয়মের বিষয়ে তাদের অনেকের কাছ থেকে নেওয়া হয়েছে লিখিত বক্তব্য।


এরপর দ্য ডেইলি স্টার অন্তত ১৪-১৫ জন নির্বাচন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। তাদের মধ্যে অর্ধেক নির্বাচনী কর্মকর্তা বলেছেন, অনিয়ম বন্ধের ক্ষেত্রে তারা পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও