![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x506x1%2Fuploads%2Fmedia%2F2022%2F10%2F20%2Fhoney-face-masks-for-dry-skinb-1-2baf143f969d3b343e07b94d927bb692.jpg%3Fjadewits_media_id%3D818789)
যেভাবে রুক্ষ ত্বকে প্রাণ ফেরাবে মধু
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ১২:২৪
শুষ্ক, রুক্ষ ও নিষ্প্রাণ ত্বকের যত্নে মধুর প্যাক ব্যবহার করতে পারেন নিয়মিত। প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে মধু ত্বক রাখে নরম, কোমল ও উজ্জ্বল। জেনে নিন ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন উপাদানটি।
- ১ টেবিল চামচ মধুর সঙ্গে ১ টেবিল চামচ পাকা কলার পেস্ট মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
- আধা চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মধু ও আধা চা চামচ গ্লিসারিন একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
- পাকা পেঁপে চটকে মধু মিশিয়ে ত্বকে লাগান। ত্বক হবে কোমল ও উজ্জ্বল।
- ১ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ দুধ ও ১ টেবিল চামচ দুধ একসঙ্গে মিশিয়ে বানিয়ে নিন প্যাক। ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
- ২ চা চামচ মধু ও ১ চা চামচ অ্যালোভেরার জেল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।