কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নতুন নামে 'মাইক্রোসফট অফিস'

বদলে যাচ্ছে মাইক্রোসফট 'অফিস' সফটওয়্যারের নাম। আগামী মাস থেকেই অফিস অ্যাপগুলো পর্যায়ক্রমে 'মাইক্রোসফট ৩৬৫' নামে পরিবর্তিত হতে থাকবে। মূলত ১৯৯০ সাল থেকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট ও আউটলুকের মতো সফটওয়্যার অফিস ব্র্যান্ড নামে চালু হয়। চালু হওয়ার পরই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি দারুণ জনপ্রিয়তা পায় এসব সফটওয়্যার। মাইক্রোসফট এক অফিসিয়াল পেজে জানিয়েছে, নতুন লোগোসহ অফিস অ্যাপের নাম বদলে যাবে। অফিসের পরিবর্তে 'মাইক্রোসফট ৩৬৫' নামে পরিচিত হবে সংশ্নিষ্ট অ্যাপ।

২০২৩ সালের জানুয়ারিতে উইন্ডোজ ১০, ১১ এবং আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা বিভিন্ন 'অফিস' অ্যাপও নতুন নামে পরিবর্তিত হবে। অফিস অ্যাপের ঝুলিতে মাইক্রোসফট ৩৬৫ নামে 'ওয়ানড্রাইভ', 'মাইক্রোসফট টিমস'ও যুক্ত হবে। নাম বদলের তালিকায় যুক্ত হবে অন্তত আরও আটটি সফটওয়্যার। এর মধ্যে মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস 'মাইক্রোসফট ডিফেন্ডার' নাম বদলে হবে 'মাইক্রোসফট ৩৬৫ ডিফেন্ডার'। মাইক্রোসফট ক্লাউড সেবানির্ভর কয়েকটি অ্যাপের নামেও পরিবর্তন আসবে। তবে লাইসেন্স সংক্রান্ত জটিলতায় কিছু অ্যাপ অফিস ব্র্যান্ড নামেই থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন