চুলের সুস্থতায় স্ক্যাল্প ডিটক্স
‘স্ক্যাল্প ডিটক্স’ বলে একটা শব্দ আছে। একটু ভেঙে বললে, স্ক্যাল্প ডিটক্স মানে হলো—মাথার ত্বক গভীরভাবে পরিষ্কার করা। আর তা সম্ভব ঘরে বসেই। চুল সুস্থ ও সুন্দর রাখতে মাথার ত্বকের দিকে মনোযোগ দিতে হবে। অধিকাংশ সময়ই আমরা চুলের যত্ন নিয়ে ব্যস্ত থাকি।ভুলে যাই মাথার ত্বকের কথা। মাথার ত্বকের অতিরিক্ত তেল, ময়লা আর খুশকি যদি পরিষ্কার না হয়, তাহলে চুল ভালো রাখা কঠিন। স্ক্যাল্প ডিটক্স করতে পারলে মাথার ত্বক পরিচ্ছন্ন থাকবে এবং বিভিন্ন উপকরণ ব্যবহারে চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টিও পৌঁছাবে।
কেন স্ক্যাল্প ডিটক্স জরুরি
আমাদের মাথার ত্বকে মরা কোষ জন্মায়। নিয়মিত শ্যাম্পু ব্যবহার করলেও এই মরা কোষ সহজে অপসারণ করা সম্ভব হয় না। তাই মাথার ত্বকেরও এক্সফলিয়েশন জরুরি। এর মাধ্য়মে চুলের গোড়ায় আটকে থাকা সব ধরনের ময়লা, মরা কোষ ও তেল দূর হয়। সপ্তাহে এক দিন অন্তত স্ক্যাল্প ডিটক্স করা জরুরি। এ ক্ষেত্রে নারকেল তেল খুব ভালো এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। তবে কত দিন পরপর স্ক্যাল্প ডিটক্স করতে হবে, তা স্ক্যাল্পের অবস্থার ওপর নির্ভর করে।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- ডিটক্স