রাশিয়ার হামলায় কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চল বিদ্যুৎ–বিচ্ছিন্ন
ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় ফের হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে রাজধানী কিয়েভের একটি এলাকাসহ দেশটির কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। খবর বিবিসির
আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টার পরপরই রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় দিনিপ্রো নদীর কাছে একটি বিদ্যুৎকেন্দ্র থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়তে দেখা যায়।
কিয়েভের পশ্চিমে ঝাইতোমিরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। দিনিপ্রোতে দুটি স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানীতে ‘কামিকাজে (আত্মঘাতী)’ ড্রোন হামলার ২৪ ঘণ্টার মধ্যে সর্বশেষ হামলাগুলোর ঘটনা ঘটল।
ঝাইতোমিরের মেয়র জানিয়েছেন, শহরে কোনো বিদ্যুৎ ও পানি নেই। আপৎকালীন বিদ্যুৎ দিয়ে চলছে হাসপাতালের কার্যক্রম।
জানা গেছে, বিদ্যুৎকেন্দ্রে হামলার কারণে দিনিপ্রো নদীর তীরবর্তী রাজধানী কিয়েভের একটি এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।