You have reached your daily news limit

Please log in to continue


পুরোনো বাইক কেনার আগে যেসব বিষয় জানা জরুরি

যানজটের কারণে নির্দিষ্ট সময়ে কোথাও পৌঁছানো যেন অসম্ভব এক সত্য হয়ে দাঁড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে যেমন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন তেমনি সময়ের অপচয়ও হচ্ছে অনেক। এ কারণে নারী-পুরুষ সবার কাছেই দুই চাকার বাহনগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

দামও সাধ্যের মধ্যে থাকায় ব্যবহার বাড়ছে। এছাড়া যারা হুটহাট পাহাড় কিংবা সমুদ্রে ছুটে যেতে চান তাদের জন্য দুই চাকার এই যান প্রথম পছন্দ। তবে বাজেট কম হলে নতুন বাইক না কিনে পুরোনো বা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারেন। তবে পুরোনো বাইক কেনার আগে কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। চলুন সেগুলো জেনে নেওয়া যাক-

>> শুরুতেই দেখে নিন আপনার বাজেটের মধ্যে আছে কি না। এরপর দেখুন বাইকটি কোন ধরনের। কেননা আপনি যদি শুধু শহরের রাস্তায় চালাতে চান সেক্ষেত্রে এক রকম আবার পাহাড় বা উঁচু নিচু রাস্তার জন্য বাইকের ধরন আলাদা।

>> বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ট্যাক্স টোকেন আছে কি না দেখে নিন। সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

>> বাইকের চেসিস নম্বরের প্রতিটা ডিজিট ভালোভাবে মিলিয়ে নিন। বাইকের সামনে থাকে এই চেসিস নম্বর। যদি চেসিস নম্বরের কোন ডিজিট মুছে যায় অথবা চেসিস নম্বর কাটা থাকে সেক্ষেত্রে একটু সাবধান হোন। কারণ বৈধ বাইকের ইঞ্জিনের নম্বর কখনো কাটা থাকবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন