![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F57df6b68-bd29-4dc9-9186-ae6abd883f63%252Ffuel_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D300)
চীনের প্রবৃদ্ধির আভাসে বেড়েছে তেলের দাম
প্রথম আলো
প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২, ১৫:১৮
চীনে বিদ্যমান সুদের হার অপরিবর্তিত রাখা হবে। একই সঙ্গে দেশের ভেতরে ব্যবহারের জন্য গ্যাসসহ অধিকাংশ জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো হবে। দেশটির শীর্ষ কর্মকর্তাদের এমন ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম এক দফা বেড়েছে। খবর রয়টার্সের
গতকাল সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) মূল্য প্রতি ব্যারেলে ৫৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১৬ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর প্রতি ব্যারেল এখন ৮৫ দশমিক ৯৫ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে ৩৪ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়েছে।