রাজনীতিতে অপকর্ম কখনোই সুফল বয়ে আনে না
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনীতি কখনোই সরলপথে চলতে পারেনি। ইতিহাসের বাঁকে বাঁকে এর গতি পরিবর্তিত হয়েছে। কখনো দেশীয় বিশ্বাসঘাতকরা বাংলাদেশের রাজনীতিকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কখনো বিদেশিদের অদৃশ্য হস্তক্ষেপে এর স্বাভাবিক গতি রুদ্ধ হয়েছে। অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজ বাংলাদেশের রাজনীতি যে অবস্থায় এসে পৌঁছেছে, সেটিও যে খুব সন্তোষজনক অবস্থানে আছে তা নয়। তবু বিগত দিনের চেয়ে যে অনেক স্থিতিশীল অবস্থায় আছে বাংলাদেশের চলমান রাজনীতি, এ কথা অস্বীকার করার সুযোগ নেই।
১৯৪৭-পরবর্তী বাংলায় রাজনীতিতে নতুন ধারা যুক্ত করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছাত্রজীবন শেষ করে কলকাতা থেকে ঢাকায় এসে নতুনভাবে রাজনীতি শুরু করেন তিনি। এক সময় তিনি পাকিস্তান আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর অনেকের মতো তিনিও বুঝতে পারেন পাকিস্তানিরা বাঙালিদের মনেপ্রাণে ভালোবাসে না। বরং বাঙালিদের দমন-পীড়নই পাকিস্তানিদের মূল লক্ষ্য।
- ট্যাগ:
- মতামত
- রাজনৈতিক দল
- রাজনৈতিক অস্থিরতা
- অপকর্ম