ডেঙ্গু ও ছাদকৃষি: প্রয়োজন সচেতনতা
রাজধানীতে ডেঙ্গু এক আতঙ্কের নাম। পরিসংখ্যান বলছে, আমাদের দেশে ২০১৯ সালে এক লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছিল। আর এ বছর ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ২৩ হাজারের বেশি রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, মারা গেছে ৮০ জনের ওপরে। শুধু ঢাকাতেই নয়, দেশের ৫০টি জেলায়ও ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডেঙ্গু পৃথিবীর বেশ কয়েকটি দেশে মহামারি আকার ধারণ করেছে। সাম্প্রতিক সময়ে আমাদের দেশেও ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ লক্ষ করা যাচ্ছে। যেকোনো দুর্যোগেই প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আতঙ্কগ্রস্ত মানুষকে সচেতন করা।
আমরা টেলিভিশনে ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে ফিলার তৈরি করে প্রচার করছি। ডেঙ্গু নিয়ে টেলিভিশন, পত্রিকায় নানান প্রচার অভিযান চলছে। কিন্তু কে জানে কেন মশার বিস্তারের খড়্গটা এসে পড়ে ছাদকৃষির ওপর। বছর তিনেক আগেও ডেঙ্গুর প্রকোপ যখন চরমে, মিরপুর থেকে এক গৃহিণী আমাকে ই-মেইলে লিখলেন ছাদকৃষিতে এডিস মশার বংশবিস্তার হচ্ছে—এমন অভিযোগে তাঁর ছাদকৃষি নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু মিরপুর থেকে নয়, যাত্রাবাড়ী থেকে একজন ফোনে জানালেন প্রতিবেশীরা তাঁর ছাদকৃষিকে মশার বংশবিস্তারের জন্য দায়ী করছেন। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. শেখ আহমাদ আল নাহিদ ফোন দিয়ে জানালেন, তিনিও তাঁর ছাদকৃষি গবেষণা নিয়ে প্রতিবেশীদের রোষে পড়েছেন।