![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252Fd810fe44-da47-4b61-bbda-75226e7b8bd5%252F311980000_8293190000723287_2511599887403533543_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
সাদা-কালোয় রঙিন ম্রুণাল
প্রথম আলো
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১৮:৪১
ল্যাকমে ফ্যাশন উইকের যবনিকা টানলেন প্রভাবশালী ডিজাইনার রাজেশ প্রতাপ সিং। ল্যাকমের শেষ রাতকে আরও মায়াবী করে তুলেছিলেন বলিউড তারকা ম্রুণাল ঠাকুর।
১২ অক্টোবর থেকে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল ল্যাকমে ফ্যাশন উইকের আসর। অনামিকা খান্নার ঝলমলে প্রদর্শনী দিয়ে ১১ অক্টোবর এ উৎসবের সূচনা হয়েছিল। রোববার ছিল পাঁচ দিনের এ বিশাল আয়োজনের শেষ দিন।