বাড়িতে বারণ ৩ প্রজাতির কুকুর!

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১৭:৪৩

ভারতের বিভিন্ন প্রান্তে মানুষের উপর একের পর এক পিটবুলের আক্রমণের ঘটনা প্রকাশ্যে আসার পর আতঙ্কিত গোটা দেশ। সম্প্রতি গাজিয়াবাদেও বেড়ে গিয়েছে পিটবুল প্রজাতির কুকুরের দৌরাত্ম্য। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের এই শহরের প্রশাসন সিদ্ধান্ত নিল, পিটবুল-সহ তিনটি প্রজাতির কুকুর আর বাড়িয়ে পোষা যাবে না। বাকি প্রজাতিগুলি হল রটওয়েলার ও ডোগো আর্জেন্টিনো। শুধু তা-ই নয়, পোষ্যের মালিকানা নিয়ে নতুন আইনও এনেছে গাজিয়াবাদের প্রশাসন।


গত কয়েক দিন ধরেই লাগাতার পিটবুলের আক্রমণের ঘটনা ঘটছে গাজিয়াবাদে। সম্প্রতি একটি ১১ বছরের মেয়েকে পায়ে কামড়ে দেয় এক পিটবুল। তার আগেও এক ১০ বছরের বালকের উপর ঝাঁপিয়ে পড়ে তার মুখ ও নাকে কামড়ে দিয়েছিল আরেকটি পিটবুল। ছেলেটির মুখে ও নাকে ১৫০টি সেলাই পড়েছিল। এই সব ঘটনা প্রকাশ্যে আসায় অবশেষে নিষিদ্ধ করা হল ওই প্রজাতির কুকুর পোষা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও