বাস বন্ধে লাভ হলো কার?
রাজনীতিবিদদের কথাবার্তার ওপর আমার ভরসা কম। তারা কখন কী মতলবে কী বলেন, সেটা বোঝা মুশকিল। অনেক প্রতিশ্রুতি তারা দেন, যার সিংহভাগই বাস্তবায়িত হয় না। এই যে বাস্তবায়িত না হওয়া, এনিয়ে তারা লজ্জিতও হন না। তারা সবসময় সুবিধাজনক অবস্থানে থাকেন, তাই কথা দিয়ে কথা না রাখার ব্যাপারে জনগণ তাদেরকে প্রশ্ন করারও সুযোগও পায় না। আর যদি বা কখনও, কালে-ভদ্রে প্রশ্নের মুখোমুখি হয়েও যান, অবলীলায় বলে দেন– ওটা আসলে মাঠের বক্তৃতা ছিল! রাজনীতির মাঠের বক্তৃতাকে অতটা সিরিয়াসলি নেওয়ার কী দরকার!
তবে এইসব রাজনীতির মেঠো বক্তৃতা কিন্তু আমার আজকের লেখার বিষয়বস্তু নয়। আজ বরং কথা বলতে চাই রাজনীতির মাঠদখল করতে গিয়ে কত কত অপকর্ম হয়– তা নিয়ে। সেই অপকর্মে নেতিবাচক প্রভাব সাধারণ মানুষের ওপর কীভাবে পড়ে– সেসব নিয়েও।