কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উন্নয়ন বনাম অবক্ষয়

www.ajkerpatrika.com বাসব রায় প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১৫:৫০

প্রকৃতপক্ষে দৃশ্যমান উন্নয়ন হয়েছে দেশের, এটা অস্বীকার করার উপায় নেই। উন্নয়নের পথচলায় নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা এবং সম্পূর্ণ একা। তিনি যাঁদের ওপর আস্থা রেখে দেশ চালিয়ে যাচ্ছেন, তাঁদের বেশির ভাগই নিজ নিজ ক্ষেত্রে যথাযথ যোগ্যতা রাখতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ইতিমধ্যে। যে কারণে অনভিপ্রেত দুর্ঘটনাগুলো ঘটে চলেছে অহরহ এবং এমন এক অসহনীয় মাত্রায় তা বর্তমানে পৌঁছেছে, যার থেকে পরিত্রাণ পাওয়া খুব সহজ বিষয় নয়।


প্রতিটি দুর্ঘটনার পেছনে রাজনৈতিক প্রভাব নগ্নভাবে জড়িয়ে আছে। জাতীয় উন্নয়ন ক্রমেই প্রশ্নবিদ্ধ হতে চলেছে। হতাশা নিয়ে চলা রাজনৈতিক কার্যক্রম কখনোই ভালো কিছু দিতে পারে না। আজকে সরকারের নিয়ন্ত্রণের বাইরে বাজার। করোনাজনিত প্রভাবে সার্বিক পরিস্থিতি মোটেই ভালো নয় এবং রাজনৈতিক নেতৃত্বের অস্বচ্ছ দৃষ্টিভঙ্গি দেশকে নেতিবাচক দিকে ধাবিত করে চলেছে, যা হওয়ার কথা নয়। গালগল্প আর বক্তৃতানির্ভর রাজনীতির ওপর জনগণ ধীরে ধীরে বিশ্বাস হারাতে বসেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও