শিশুর মলে রক্ত দেখা দেয় কেন?

যুগান্তর প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১৫:০৬

শিশুর মলে রক্ত একটি জটিল স্বাস্থ্য সমস্যা। রোগ চিহ্নিত করে সঠিক চিকিৎসা না দিতে পারলে জটিলতার শেষ নেই।


নানা আন্ত্রিক রোগে মলে রক্ত দেখা যায়। আন্ত্রিক রক্তপাত নালির ওপরের অংশে বা নিচের অংশ যে কোনোটা থেকে হতে পারে।


কালো পায়খানা, দেখতে তারপিনের মতো দেখা গেলে তা পাকস্থলিতে অল্প পরিমাণ (৫০-১০০ মিলি) রক্তপাতের ফলে হতে পারে, যেটি ৩-৫ দিন স্থায়ী হয়।


অন্ত্রনালীর রক্তপাতের জন্য যথাযথ রোগ ইতিহাস ও শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়। সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি ব্যবস্থাও নেওয়া উচিত।


এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও