![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F497102c8-cfec-4993-8323-f92ba76f4676%252FWhatsApp_Image_2022_10_17_at_9_54_18_AM.jpeg%3Frect%3D99%252C0%252C843%252C562%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
কীভাবে সুন্দরীর তালিকা? দেখে নিন বিশ্বের সেরা ১০ সুন্দরীকে
প্রথম আলো
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১২:৩৭
একজন নারী কতটা সুন্দরী, সেটা ‘গোল্ডেন রেশিও অব বিউটি’–এর মাধ্যমে পরিমাপ করা হয়। এটি প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য বিচারের একটি পদ্ধতি। এই পদ্ধতি অনুসরণ করে যুক্তরাজ্যের ফেমাস হার্লে স্ট্রিটের কসমেটিক সার্জন জুলিয়ান ডি সিলভা ঘোষণা করলেন বিশ্বের সবচেয়ে সুন্দর ১০ নারীর তালিকা। এই তালিকায় জায়গা করে নিয়েছেন এক বলিউড অভিনেত্রীও। দেখে নেওয়া যাক বিশ্বের সেরা ১০ সুন্দরী নারীকে।
তালিকায় শীর্ষে অবস্থান করছেন ২৯ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী জোডি কোমার। গোল্ডেন রেশিও অনুযায়ী এই অভিনেত্রীর চেহারা ৯৪.৫২ শতাংশ নিখুঁত।