চলছে অস্ত্রোপচার, রোগী বাজালেন স্যাক্সোফোন
মস্তিষ্কে ৯ ঘণ্টার জটিল অস্ত্রোপচার চলাকালে রোগী বাজালেন স্যাক্সোফোন। শুনতে অবিশ্বাস্য হলেও এমনই এক ঘটনা ঘটেছে ইতালিতে। এ নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গণমাধ্যমের বরাতে গত শনিবার প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
খবরে বলা হয়, ওই রোগী একজন সংগীতশিল্পী। জিজেড নামে পরিচিত তিনি। সম্প্রতি রোমের পাইদেইয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে ৩৫ বছর বয়সী এ শিল্পীর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারকালে ১৯৭০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্র লাভ স্টোরির থিম সং ও ইতালির জাতীয় সংগীত বাজান তিনি।
চিকিৎসকেরা জানান, জিজেড স্বাভাবিক জীবনের দিকে দ্রুত এগোচ্ছেন। সফল অস্ত্রোপচার শেষে তাঁকে ইতিমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জটিল অস্ত্রোপচারের সময়ও চিকিৎসকেরা ওই রোগীকে জাগিয়ে রেখেছিলেন। কারণ, তাঁরা চাননি তাঁর স্বাভাবিক স্নায়ুবিক কার্যক্রম ব্যাহত হোক।
- ট্যাগ:
- জটিল
- মস্তিষ্ক
- বাদ্যযন্ত্র
- অস্ত্রোপচার