ই-বর্জ্যে পরিণত হবে ৫৩০ কোটি ফোন
চলতি বছর সারা বিশ্বে ৫৩০ কোটি মোবাইল ফোন অকেজো হিসেবে ফেলে দেওয়া হবে। বৈশ্বিক বাণিজ্য সংক্রান্ত পরিসংখ্যান পর্যালোচনা করে এক গবেষণায় এই তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইক্যুইপমেন্ট (ডাব্লিউইইই) ফোরাম।
গবেষণায় বলা হয়, অনেক ব্যবহারকারী অকেজো ফোন রিসাইকল না করিয়ে নিজের কাছে রাখেন। কয়েক কোটি পুরনো ফোন ব্যবহারকারীদের বাসার ড্রয়ারের মধ্যেই পড়ে আছে। রিসাইক্লিং না করলে ই-বর্জ্য থেকে মূল্যবান খনিজ সংগ্রহ করা যায় না। যেমন—তারের মধ্যে থাকা তামা বা রিচার্জেবল ব্যাটারিতে থাকা নিকেলজাতীয় ধাতু কোবাল্ট নেওয়া যায় না।
ই-বর্জ্য থেকে খনিজ সংগ্রহ করলে পৃথিবীর ওপর চাপ কম পড়ে। প্রতি ১০ লাখ ফোন থেকে দেড় হাজার কেজি কপার, ৩০০ কেজি রুপা ও ১৪ কেজি প্যালাডিয়াম পাওয়া যায়। ফোন ছাড়াও ট্যাবলেট, জিপিএস ডিভাইস, ওয়াশিং মেশিন এবং টোস্টারের মতো সাত কোটি ৪০ লাখ টন পণ্য ২০৩০ সালের মধ্যে ই-বর্জ্যে পরিণত হবে। অ্যাপল ও গুগল নিজেদের পুরনো ফোন ফেরত নিয়ে রিসাইক্লিংয়ে পাঠালেও অন্যান্য কম্পানির রিসাইক্লিংয়ের সুবিধা নেই।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মোবাইল ফোন
- ই-বর্জ্য
- অকেজো