অর্থনীতিতে ঝুঁকি বাড়ছেই
বিশ্বজুড়েই অর্থনীতির পরিস্থিতি টালমাটাল। বিশ্বব্যাংক, আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর ধারণা, আগামীতে অনেক দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে মন্দার ঝুঁকি বাড়াবে। বাংলাদেশের মতো যাদের জিডিপির আকার কমবে না বলে পূর্বাভাস রয়েছে, সে দেশগুলো কি বিপদে নেই? সম্প্রতি এর একটি উত্তর দিয়েছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা জর্জিভা। তাঁর মতে, যেখানে প্রবৃদ্ধি হবে, সেখানেও অনেক লোকের জন্য মন্দা অনুভূত হতে পারে। এর কারণ, জিনিসপত্রের দামে ঊর্ধ্বগতি এবং মানুষের প্রকৃত আয় কমে যাওয়া।
দেশের সাধারণ মানুষের আলোচনার বিষয় মূলত এখন দুটি- রাজনীতি আর অর্থনীতি। যাঁরা দেশ-বিদেশের খোঁজ-খবর রাখেন, তাঁদের অনেকেই প্রশ্ন করেন- দেশে কি মন্দা আসছে? সাধারণ মানুষের এ প্রশ্নের উত্তরে বিশ্লেষকরা সরাসরি কিছু বলছেন না। তবে অর্থনীতি কিংবা মানুষের জীবন-জীবিকা যে নিচের দিকে নামছে, সামনে বিপদের ঝুঁকি বাড়ছে- এমন মতই আসছে বেশি। বিভিন্ন পরিসংখ্যানও এমন ধারণাকে সমর্থন দিচ্ছে। এর মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ঝুঁকির মাত্রা আরও বাড়িয়েছে।
বাংলাদেশ কোথায় আছে, আগামীতে কোন দিকে যাচ্ছে- এমন প্রশ্নের উত্তরে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সমকালকে বলেন, এই অর্থবছরের বাজেট ঘোষণার পর গেল সাড়ে তিন মাসে অর্থনীতির অবস্থা অনেক নাজুক হয়েছে। আগামীতে আরও দুর্বল হওয়ার শঙ্কা রয়েছে। ফলে বাজেটের বিভিন্ন প্রাক্কলন অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে।