আইটি রপ্তানি আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে
বাংলাদেশ তথ্য প্রযুক্তি সেবা (আইটি) রপ্তানি খাতে গত অর্থবছরে একটি বড় মাইলফলক ছুঁয়েছে। প্রথমবারের মতো স্থানীয় প্রতিষ্ঠান ও ফ্রিল্যান্সাররা বহির্বিশ্ব থেকে সম্মিলিতভাবে ৫০০ মিলিয়ন ডলারেরও বেশি আয় করেছেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোর রপ্তানি আয় এর আগের বছরের তুলনায় ৯৫ শতাংশ বেড়ে ৫৯২ দশমিক শূন্য ৬ মিলিয়ন ডলার হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বিএসিসিও) সভাপতি ওয়াহিদ শরীফ বলেন, 'বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতের ওপর ভিত্তি করেই মূলত রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে।'
বিপিওতে গ্রাহক পরিষেবা, ব্যাক-অফিস অপারেশন, ইমেজ প্রসেসিং, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশন, ডেটা এন্ট্রি, অ্যাকাউন্টিং ও আইনি প্রক্রিয়া আউটসোর্সিং এবং ডেটা বিশ্লেষণ অন্তর্ভুক্ত রয়েছে।
কম্পিউটার ডেটা প্রসেসিং ও হোস্টিং সেবা রপ্তানি ১০৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮৪ দশমিক ৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।