স্তন ক্যান্সার হতে পারে পুরুষেরও
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১৬:১৮
পুরুষের স্তন ক্যান্সার হয় না– এমন ধারণা ভেঙে দিতে সরব হয়েছেন ব্রিটেনের একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, যিনি নিজে এই রোগে আক্রান্ত।
৬৪ বছর বয়সী ডেভ থাকেন ব্রিস্টলে।২০১৫ সালে নিজের জন্মদিন উদযাপনে তিনি বেড়াতে গিয়েছিলেন ফ্লোরিডায়। ওই সময় তিনি টের পান, তার বুকে লিম্ফ বেড়ে উঠছে।
বাড়ি ফিরে দ্রুতই চিকিৎসকের কাছে যান ডেভ । এরপর পরীক্ষা করাতেই তার স্তন ক্যান্সার শনাক্ত হয়।
নিজের এই অভিজ্ঞতা থেকে সচেতনতামূলক প্রচারে নামা ডেভ বলেন, “সবার মঙ্গলের জন্য এই প্রচারে অংশ নিতে পেরে আমি গর্বিত। লিঙ্গ পরিচয় যাই হোক না কেন, স্তন ক্যান্সার পরীক্ষা করাতে হবে।”