চোখ থেকে একে একে বের করা হলো ২৩টি লেন্স
প্রথম আলো
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১৩:০২
চোখের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলেন এক নারী। চিকিৎসক পরীক্ষা করতে গিয়ে রোগীর চোখের পাতার নিচে কনটাক্ট লেন্সের অস্তিত্ব খুঁজে পান। কিন্তু এরপর তিনি যা দেখলেন, তার জন্য তিনি নিশ্চয়ই প্রস্তুত ছিলেন না। কারণ, ওই রোগীর চোখের পাতার নিচে লেন্স কেবল একটি নয়, ছিল ২৩টি। পরে চিকিৎসক একে একে সেগুলো বের করে আনেন।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। এ নিয়ে গতকাল শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। অবশ্য ঘটনাটি কবের বা রোগীর নাম এতে প্রকাশ করা হয়নি।