You have reached your daily news limit

Please log in to continue


জাপান অর্থনৈতিক অঞ্চল ও জলাবদ্ধতার ভোগান্তি

বাংলাদেশ সরকার এবং জাপান সরকারের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানের বিনিয়োগকারীদের জন্য বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। প্রায় ১ হাজার একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জাপানের সুমিতোমো করপোরেশনের যৌথ উদ্যোগে গঠিত কোম্পানি বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড। এতে সুমিতোমোর মালিকানা ৭৬ শতাংশ এবং বেজার মালিকানা ২৪ শতাংশ।

জাপান অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রস্তুতকৃত পুনর্বাসন পরিকল্পনায় উন্নয়ন প্রকল্পের কারণে যেসব পরিবার বা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, তাদের পুনর্বাসন এবং জীবনমান আগের চেয়ে উন্নীতকরণে প্রকল্প থেকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার কথা বলা হলেও তার কতটুকু বাস্তবায়িত হয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্প্রতি প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শনে গিয়ে স্থানীয় জনগণের কাছ থেকে যেসব অভিযোগ পাওয়া গেছে তার মধ্যে- সরাসরি জমির মালিক নন কিন্তু প্রকল্প এলাকার জমির ওপর বছরজুড়ে মাছ চাষ আর বর্গা চাষের ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষদের ক্ষতিপূরণ না পাওয়া; প্রতিশ্রুতি অনুযায়ী বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা; জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা প্রদানের ক্ষেত্রে ঘুষ-দুর্নীতি-অনিয়ম; প্রকল্প এলাকায় ব্যাপক ধূলিদূষণ ও এর ফলে সৃষ্ট চোখের অসুখ-বিসুখ; দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি উল্লেখযোগ্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন