You have reached your daily news limit

Please log in to continue


হাইপোথাইরয়েডিজম দূর করে যে খাবার

যখন থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের তুলনায় কম হরমোন তৈরি করে তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলে। থাইরয়েড হরমোন কমলে বিপাকক্রিয়া দেরিতে হয়। বিস্তারিত জানিয়েছেন মানবিক সাহায্য সংস্থার স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা নাজিয়া আফরিন

হাইপোথাইরয়েডিজম রোগের প্রধান লক্ষণ ওজন বেড়ে যাওয়া। এ ছাড়া অবসাদগ্রস্ততা, ঘুম ঘুম ভাব। ঠা-া সহ্য করতে না পারা। হৃৎস্পন্দন কমে যাওয়া। উচ্চ রক্তচাপ হওয়া। বুকে ব্যথা অনুভূত করা। গলগ- দেখা যাওয়া। চামড়া ও চুল শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া। কানে কম শোনা বা একদমই না শোনা। স্নায়ু ও মাংসপেশিনির্ভর রিফ্লেক্স কমে যাওয়া। মাংসপেশিতে প্রচ- চাপ ও ব্যথা অনুভব করা। মুখ ও পা ফুলে যাওয়া। কোষ্ঠকাঠিন্য। স্বরের কোমলতা কমে কণ্ঠ ভারী ও কর্কশ শোনা। স্মৃতিশক্তি লোপ পাওয়া ও বিষন্ন থাকা।

যে খাবারে দূর হয়

আয়োডিন : আয়োডিন হলো অপরিহার্য খনিজ, যা থাইরয়েড হরমোন তৈরিতে প্রয়োজন। এর পুষ্টির ঘাটতিতে হাইপোথাইরয়ডিজম হয়। আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ খেতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন