ইউক্রেইনে স্টারলিংকের খরচ দিতে ‘নারাজ’ স্পেসএক্স
ইউক্রেইনে স্টারলিংক সেবার খরচ আর বহন করতে রাজি নয় স্পেসএক্স; যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্টারলিংক সেবা সীমিত করে দেওয়া অথবা বন্ধ করে দেওয়ার কথা পেন্টাগনকে জানিয়েছে ইলন মাস্কের কোম্পানি।
স্পেসএক্স বলছে, ইউক্রেইনে আরও স্যাটেলাইট টার্মিনাল পাঠানো বা অনির্দিষ্টকালের জন্য বিদ্যমান টার্মিনালগুলোর খরচ বহন করার অবস্থায় তারা এখন নেই।
সিএনএন জানিয়েছে, পেন্টাগনের কাছে আর্থিক সাহায্য চেয়ে স্পেসএক্সের পাঠানো নথিপত্র দেখার সুযোগ হয়েছে তাদের। ইউক্রেইনে স্টারলিংক সেবা চালু রাখতে এখন পর্যন্ত প্রায় ১০ কোটি ডলার খরচ হয়েছে বলে সেখানে দাবি করা হয়েছে।
চলতি বছরের বাকি সময় ইউক্রেইনে স্টারলিংক সেবা চালু রাখার খরচ হিসেবে প্রায় সাড়ে ১২ কোটি ডলার পেন্টাগনকে দিতে বলেছে স্পেসএক্স।
রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের শুরুতেই ইউক্রেইনে স্টারলিংক সেবা চালু করে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছিলেন ইলন মাস্ক।