কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সমস্যার সমাধান রান্নাঘরেই থাকতে পারে

কালের কণ্ঠ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ২২:০২

প্রাচীনকালে মানুষ প্রকৃতি থেকেই খুঁজে পেত নানা সমাধান। প্রকৃতি থেকে উপাদান নিয়েই ওষুধ তৈরি করত। এই ওষুধ এখনো চলমান। তাই শারীরিক কোন সমস্যায় এর ওপর ভরসা করতে পারেন। রান্না ঘরে থাকা কিছু উপাদান প্রাথমিকভাবে কাজে লাগাতে পারেন।  


আদা


পেশীর ব্যাথা, বাতের ব্যথা, হজম বা ঠান্ডার সমস্যায় খেতে পারেন আদা। এক টুকরা আদার কুঁচি খাওয়ার সাথে সাথে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বেড়ে যায়।


হলুদ


হলুদে থাকা কারকিউমিন নামে এক ধরনের  অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরের জয়েন্টের ও পেশীর ব্যথা কমাতে সাহায্য করে। শরীরের কোথাও কেটে ছিড়ে গেলে বা ব্যথা থাকলে হলুদ বেশ কার্যকর।


টক দই


পেটের ব্যথা কমাতে বা হজমে টকদই বেশ উপকার করে। দইয়ে কয়েক ধরনের উপাদান থাকে যা পেটের ব্যথা কমাতে সাহায্য করে।  


অ্যাপেল সাইডার ভিনেগার


এক গ্লাস পানিতে এক চামচ অ্যাপেল সাইডার ভিনেগার এবং মধু মিশিয়ে নিন। এই পনীয় শরীরে ব্যাথা কমিয়ে দেয়।


লেবুর রস


এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস চিপে খেলে বদহজমে আরাম পাওয়া যায়।


লেবুর খোসা


ত্বক শুষ্ক হলে লেবুর খোসা দিয়ে একটু ঘষতে পারেন। ত্বক মোলায়েম হবে।


ভাতের মাড়


পানিতে ভালো করে মুখ ধুয়ে নিন। ভাতের মাড়ে তুলো ভিজিয়ে সমস্ত মুখে লাগাবেন। এটি টোনার হিসেবে কাজ করবে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও