কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঢাকা লিট ফেস্টের দশম আসর ৫-৮ জানুয়ারি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ১৯:৩১

করোনা মহামারির কারণে টানা তিন বছর বন্ধ থাকার পর আবারো ঢাকায় বসছে শিল্প-সাহিত্যের অন্যতম জনপ্রিয় আসর ‘ঢাকা লিট ফেস্ট (ডিএলএফ)। আগামী ৫-৮ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠেয় এবারের আসরে সম্ভাব্য ২০০ জন বক্তার মধ্যে প্রথম ২৫ জনের নামের তালিকা প্রকাশ করেছেন আয়োজকরা।


এরমধ্যে রয়েছেন নোবেল পুরস্কার বিজয়ী লেখক অরহান পামুক, আব্দুলরাযাক গুরনাহসহ অন্যরা। শুক্রবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক সাদাফ সায্, আহসান আকবার ও কাজী আনিস আহমেদ।


শুরু থেকেই শীতকালীন জনপ্রিয় একটি বার্ষিক আয়োজন ছিল ঢাকা লিট ফেস্ট। সবার জন্য উন্মুক্ত থাকায় প্রতি বছরই লিট ফেস্টে ব্যাপক জনসমাগম হতো। তবে করোনার সংক্রমণের কারণে গেলো তিন বছর এই আয়োজন বন্ধ ছিল। সর্বশেষ ২০১৯ সালে অনুষ্ঠিত নবম লিট ফেস্টে প্রায় ৩০ হাজার মানুষ অংশ নিয়েছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও