You have reached your daily news limit

Please log in to continue


সুমনের গান: পুলিশ অনুমতি দিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

জাতীয় জাদুঘরে আপত্তি জানালেও ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কবীর সুমনের গানের অনুষ্ঠানে সবুজ সংকেত দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার শুক্রবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাদুঘর কেপিআই এলাকা। নিরাপত্তার কথা ভেবে সেখানে অনুমনতি দেওয়া হয়নি। আয়োজকরা পরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুমতি চাইলে আমরা তা অনুমোদন করি।"

বিখ্যাত অ্যালবাম ‘তোমাকে চাই’ এর তিন দশক পূর্তিতে ঢাকায় ‘সুমনের গান’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল ইভেন্ট ম্যানেজমেন্ট। শনিবার থেকে তিন দিনের এ আয়োজনে গান গাইতে বৃহস্পতিবার সকালেই ঢাকা পৌঁছেছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় শিল্পী সুমন।

৩০ বছর আগে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমেই বাংলা গানের জগতে এক নতুন ধারার সূচনা হয়। সেই ধারার পুরোধা সুমন ১৩ বছর পর ঢাকায় এসেছেন, ফলে বাংলাদেশে তার অগুনতি ভক্তদের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ।

পিপহোলের কর্মকর্তা মীর আরিফ বিল্লাহ এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছেন, সন্ধ্যায় শিল্পকলায় সংবাদ সম্মেলন করে তারা অনুষ্ঠান নিয়ে বিস্তারিত বলবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন