![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-10%252F57df6b68-bd29-4dc9-9186-ae6abd883f63%252Ffuel_1.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
তেল উৎপাদন হ্রাস নিয়ে যুক্তরাষ্ট্র–সৌদি বাহাস
প্রথম আলো
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ১৪:১৭
সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দর প্রতি ব্যারেল ৯০ ডলারের নিচে নেমে গিয়েছিল। এরপর আবার তা ১০০ ডলারের কাছাকাছি উঠে যায়। তবে গতকাল বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখার সময় অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর প্রতি ব্যারেল আবার ৯১ দশমিক ৫৪ ডলারে নেমে আসে।
তেলের দর এভাবে ওঠানামার কারণে একধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এর মধ্যে আবার তেলের দর হ্রাসের ধারা থামাতে ওপেক প্লাস তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে চলছে এখন চাপান-উতোর।
ওপেক প্লাসের এই সিদ্ধান্তে খেপেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতির ফল ভুগতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, তাঁর মনে কী আছে, সে বিষয়ে তিনি এখনই খোলাসা আলোচনা করবেন না।