একসময়ের আলোচিত অভিনেত্রী মুনমুনের সিনেমার একটি পোস্টার বেশ কিছুদিন ধরেই নেট–দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ধারালো রক্তমাখা একটি অস্ত্র হাতে মারমুখী ভঙ্গিতে পোস্টারজুড়ে দাঁড়িয়ে আছেন মুনমুন। রাগী ছবির এই পোস্টারটির সঙ্গে দক্ষিণ ভারতীয় একটি সিনেমার পোস্টারের হুবহু মিল থাকার কথা বলছেন অনেকে। যদিও ছবির পরিচালক মিজানুর রহমান এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন, 'এটি কোনো গলাকাটা পোস্টার নয়, আলাদা করে মুনমুনের ফটোশুট করেই পোস্টারটি করা হয়েছে। ডিজাইনার হয়তো ওখান থেকে অনুপ্রাণিত হয়ে থাকতে পারে। তবে মাথা কাটা হয়নি।'
পোস্টার নিয়ে এই আলোচনা-সমালোচনার মধ্যেই আজ দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রাগী। ছবিটিতে প্রথমবারের মতো খলচরিত্রে দেখা যাবে একসময়ের নায়িকা মুনমুনকে। তাঁর চরিত্রের নাম মহারানি ভিক্টোরিয়া। প্রথমবার খলচরিত্রে অভিনয় প্রসঙ্গে মুনমুন বলেন, 'চ্যালেঞ্জ নিয়ে যে কাজই করেছি, ভালো করেছি। একসময় নায়িকা হয়ে কাজ করলেও অ্যাকশননির্ভর গল্পেই বেশি কাজ করেছি। অ্যাকশন দৃশ্যে কাজের অভিজ্ঞতা আগেই ছিল। ফলে কাজটি করতে তেমন কোনো সমস্যা হয়নি। আর অভিনয় তো অভিনয়ই। হিরোইনকে যেমন অভিনয় করতে হয়, ভিলেনকেও তেমন করতে হয়।'
You have reached your daily news limit
Please log in to continue
৩০ হলে ‘রাগী’ আর দুইটায় ‘জীবন পাখি’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন