অবশেষে আমাজনের সবচেয়ে লম্বা গাছের কাছে পৌঁছেছেন বিজ্ঞানীরা
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৯:৫৪
তিন বছরের পরিকল্পনা, পাঁচটি অভিযান এবং ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দুই সপ্তাহ যাওয়ার পর অবশেষে বিজ্ঞানীরা পৃথিবীর ফুসফুসখ্যাত আমাজন বনের সবচেয়ে উঁচু গাছটির কাছে পৌঁছেছেন। লম্বায় গাছটি ২৫ তলা ভবনের সমান।
গাছটিকে অ্যাঞ্জেলিম ভারমেলহো নাম দেওয়া হয়েছে। আর এর বৈজ্ঞানিক নাম ডিনিজিয়া এক্সেলসা। গাছটি লম্বায় ২৯০ ফুট উঁচু। বিজ্ঞানীরা বলছেন, আমাজনে এখন পর্যন্ত সনাক্ত সবচেয়ে উঁচু গাছ এটিই।
একটি থ্রিডি ম্যাপিং প্রকল্পের কাজের সময় ২০১৯ সালে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে প্রথম বিশাল এই গাছটির সন্ধান পান গবেষকরা।