স্বয়ং প্রধানমন্ত্রীই কথাটা পেড়েছেন। রেড়ির তেল বা ভেন্নার তেল ব্যবহার করতে হবে। তাতে প্রদীপ জ্বলবে। ৬ অক্টোবর গণভবনে এক সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যম থেকে উদ্ধৃতি দিই: ‘বিশ্বের জ্বালানিসংকটের কথা চিন্তা করে সবাইকে সেভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী জ্বালানিসংকটের কারণে সবাইকে আদি যুগে ফিরতে হবে। শেষে ভেন্নার তেল আর রেড়ির তেল দিয়ে কুপিবাতি জ্বালাতে হবে। এখন তো কেউ ভেন্নার তেল চিনবে না। রেড়ির তেলও চিনবে না। রেড়ির তেল খুব ঘন একটা তেল। অনেকক্ষণ জ্বলে। ভেন্না গাছ তো সবুজ। সবুজ কাঁটা কাঁটা ফল হয়। সেটা থেকে তেল তৈরি করে সেই তেল দিয়ে বাতি জ্বালানো হতো। কুপিবাতিও তো বোধ হয় চিনবেন না। পিদিম জ্বালায়, চেরাগ জ্বালায়। এটা দিয়ে হারিকেন জ্বালাতে হবে। সেটাতে ফিরতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বে তেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের অভাব আমাদের যতটুকু আছে, তা ব্যবহার করছি। নতুন করে সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেটুকু পারি আমরা চালাচ্ছি। উন্নত দেশগুলোর মানুষের যে দুরবস্থা, সেখানকার মানুষ সব থেকে কষ্ট পাচ্ছে। আমাদের দেশেও সেভাবে প্রস্তুতি নিতে হবে। এখন থেকে সবাই প্রস্তুত হন চেরাগ জ্বালিয়ে চলতে হবে। হাঁড়িতে কাঠখড়ি পুড়িয়ে রান্না করতে হবে।’
- ট্যাগ:
- মতামত
- জ্বালানি সংকট
- জ্বালানি সহায়তা