মুঠোফোন দিয়ে কি ডিম সেদ্ধ করা যায়
প্রথম আলো
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৮:৫০
সত্যিই যদি এমন হতো, তবে মন্দ হতো না! মুঠোফোনের পাশে ডিম রেখে দিলেই সেটি সেদ্ধ হয়ে যেত; চুলা, আগুন, গ্যাস কিছুই লাগত না। মুঠোফোন থেকে নিঃসরিত তেজস্ক্রিয়তা নিয়ে নানা গালগপ্পো ও গুজব রয়েছে। বিশেষ করে মুঠোফোনের শুরুর দিনগুলোয় গুজবের মাত্রা ছিল ভয়ংকর। মুঠোফোনের পাশে রেখে ডিম সেদ্ধ করার বিষয়টিও তা–ই।
ডিম সেদ্ধর গুজব ডালপালা মেলে, যখন ইউটিউবে একটা ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখানো হয়, মুঠোফোনের পাশে একটা ডিম রাখা। মুঠোফোনে দুবার কল আসার পর অর্থাৎ দুবার রিংটোন বাজার পরই ডিমটি সেদ্ধ হয়ে যায়। দুবার রিংটোন বাজলেই যদি একটি ডিম পুরো সেদ্ধ হয়ে যায়, তবে ব্যবহারকারীর মস্তিষ্কের কেমন ক্ষতি হতে পারে, তা বোঝানোই ছিল এই ভিডিওর উদ্দেশ্য।