নিষেধাজ্ঞা পেলেন রামোস ও নেইমার

প্রথম আলো প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৮:৫৯

সের্হিও রামোসের জন্য লাল কার্ড নতুন কিছু নয়। লা লিগা ইতিহাসে সবচেয়ে বেশি ২০টি লাল কার্ড দেখার রেকর্ডটি তাঁর। স্প্যানিশ ডিফেন্ডার লাল কার্ডের ধারা বজায় রেখেছেন ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তেও। গত বছর প্যারিসে পাড়ি দেওয়া রামোস পিএসজিতে দ্বিতীয় লাল কার্ড দেখেছেন গত সপ্তাহে। রেঁসের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ৪১তম মিনিটে মাঠ ছাড়তে হয় তাঁকে।


রামোসের শাস্তি এখানেই শেষ হয়নি। পুরো বিষয়টি বিবেচনা করে লিগ ‘আঁ’র শৃঙ্খলা কমিটি তাঁকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এর মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। পিএসজি এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞার কারণে মার্শেই ও আজাসিওর বিপক্ষে খেলবেন না রামোস। তবে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বেনফিকা ও ম্যাকাবি হাইফার বিপক্ষে খেলতে পারবেন।


রামোস যে ম্যাচে লাল কার্ড দেখেছেন, একই ম্যাচে বদলি নেমে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এটি ছিল ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সর্বশেষ ১০টি ম্যাচে তাঁর তৃতীয় হলুদ কার্ড। এ কারণে এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও