মলত্যাগ করে হাত দিয়ে শৌচ করা যাবে না, কর্মীদের কড়া নির্দেশ সংস্থার, জলের মগ ছুঁলেও সাজা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৮:৩০

মলত্যাগের পর ঠিকমতো পরিছন্ন হওয়াই দস্তুর। বিভিন্ন অঞ্চলে পরিছন্ন হওয়ার পদ্ধতি আলাদা হতে পারে। কিন্তু তাই বলে শাস্তি? মলত্যাগের পর হাত দিয়ে পরিষ্কার করলে দেওয়া হবে সাজা, এই মর্মে ফতোয়া দেওয়ার অভিযোগ উঠল ফ্রান্সের একটি সংস্থার বিরুদ্ধে। ওই নির্দেশনামার ছবি সম্প্রতি এক ব্যক্তি প্রকাশ করেন টুইটারে। সেই ছবি দেখেই শুরু হয়েছে জোর চর্চা।


আরনড মাফিল নামে এক ব্যক্তি টুইটারে প্রকাশ করেছেন ছবিটি। সেই পোস্টে লেখা সংস্থার বয়ান, “ফ্রান্সের রীতি হল কেবল টয়লেট পেপার ব্যবহার করা, তার পর হাত মুছে নেওয়া। কাউকে যদি জলের বোতল কিংবা জলের মগ হাতে ধরা হয়, তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”


গ্যালআপ নামের একটি ম্যানেজমেন্ট সংস্থার পরিসংখ্যান উল্লেখ করেছেন আরনড। লিখেছেন, “পরিসংখ্যান অনুযায়ী মলত্যাগের পর হাত ধোয়ার প্রবণতা সবচেয়ে কম ফরাসিদের মধ্যেই। প্রায় ফ্রান্সের প্রায় ৪০ শতাংশ মানুষই হাত পরিষ্কার করেন না।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে