রোগটা এখন শিশুদের বেশি হচ্ছে

প্রথম আলো প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৭:১৬

দীপের বয়স ৩ বছর। প্রিস্কুলে যায়। কিন্তু দুই দিন ধরে ওর জ্বর, কিছু খেতে চায় না, খেলাধুলাও কম করছে। সকালে দীপের মা দেখলেন, ছেলের মুখের ভেতর লালচে ঘা। সেই সঙ্গে হাতের তালু আর পায়ের তলায় ছোটো ছোটো লাল দানা ও ফুসকুড়ি। জলবসন্ত নয় তো? শোনা গেল স্কুলের আরও কয়েক শিশুরও একই উপসর্গ দেখা দিয়েছে।


এই মৌসুমে দেশে কম বয়সী শিশুদের অনেকেই এ ধরনের লক্ষণে আক্রান্ত হচ্ছে। রোগটি একেবারে নতুন নয়, আগেও ছিল, তবে এ বছর দেখা দিচ্ছে বেশি। মুখে ঘা, হাতে ও পায়ে র‍্যাশ থাকায় চিকিৎসাবিজ্ঞানে এ রোগকে বলা হয় হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ।


এটি একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত ৫ বছর বা এর নিচের শিশুদের বেশি দেখা যায়। তবে ১০ বছর বয়স পর্যন্তও হতে পারে। গরমকালে বা শরতে এমন রোগী বেশি পাওয়া যায়। চিন্তা বা উদ্বেগের কিছু নেই, এটি নিজেই সেরে যায়। কোনো বিশেষ জটিলতাও নেই বলেই চলে। হাত, পা আর মুখ ছাড়াও ফুসকুড়ি হতে পারে শিশুর নিতম্ব ও যৌনাঙ্গের আশেপাশে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও