চোখে দিয়ে ভুলে যেতেন, বের করে আনা হলো ২৩টি কন্টাক্ট লেন্স!
ক্যালিফোর্নিয়ার একজন চক্ষু বিশেষজ্ঞ সম্প্রতি একজন রোগীর চোখ থেকে ২৩টি কন্টাক্ট লেন্স বের করার একটি ভিডিও পোস্ট করেছেন ইন্টারনেটে। ভিডিওটি সবাইকে চমকে দিয়েছে। ভিডিওটির ভিউ হয়েছে ২৩ মিলিয়ন। মজার বিষয় হলো চোখে কন্টাক্ট লেন্স পড়ে ভুলে গিয়েছিলেন এই নারী। খুবই অবাক করা বিষয় হলেও আসলে কী ঘটেছিল?
ক্যালিফোর্নিয়ার নিউপোর্ট বিচের একজন চোখের ডাক্তার ক্যাটেরিনা কুর্টিভা। গত মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় অতি যত্ন সহকারে রোগীর চোখ থেকে একের পর এক কন্টাক্ট লেন্স অপসারণ করছেন তিনি। একে একে ২৩টি লেন্স বের করেছেন বলে তার দাবি।
শুধু কয়েক দিন নয়। কয়েক মাস বা এক বছর ধরে তিনি চোখে কন্টাক্ট লেন্স পড়েছেন কিন্তু ভুলে গেছেন। একের পর এক পরেও গেছেন। কান্ডটি ঘটিয়েছেন একজন বয়স্ক নারী। ভিডিওটি দেখে সবাই খুব অবাক হয়ে মন্তব্য করেছেন, ‘কিভাবে একজন মানুষ কন্টাক্ট লেন্স পরে ভুলে যেতে পারে?’
- ট্যাগ:
- জটিল
- কন্টাক্ট লেন্স