৯ বছরে আক্কেল দাঁত, গিনেস বুকে নাম উঠলো শিশুর

জাগো নিউজ ২৪ আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২, ১৫:০৪

উইসডম টুথ বা আক্কেল দাঁত সম্পর্কে জানা আছে কমবেশি সবার। ১৭ থেকে ২১ বছর বয়সের মধ্যে চোয়ালের ওপরের ও নিচের দু'পাশের শেষাংশে দুটি করে মোট চারটি দাঁত ওঠে। এগুলোকেই বলা হয় আক্কেল দাঁত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ৯ বছর বয়সী রায়ান স্কারপেলি এরই মধ্যে দুটি আক্কেল দাঁত অপসারণ করেছেন।


গিনেস বুকের তালিকায় সর্বকনিষ্ঠ আক্কেল দাঁত অপসারণকারী ব্যক্তি রায়ান। ওই দিন তার বয়স ছিল ৯ বছর ৩২৭ দিন। রায়ানের আগে এই রেকর্ড ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাথিউ অ্যাডামসের। তখন তার বয়স ছিল ৯ বছর ৩৩৯ দিন। ২০০২ সালে ম্যাথিউ বিশ্বের প্রথম ব্যক্তি যার আক্কেল দাঁত উঠেছিল ৯ বছর বয়সে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও