দক্ষিণ আফ্রিকা দলে মার্কো ইয়ানসেন
প্রথম আলো
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১৬:২৪
গত জুনে রাজকোটে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের একমাত্র ম্যাচটি খেলেছিলেন মার্কো ইয়ানসেন। দীর্ঘদেহী বাঁহাতি পেসার সেই অভিজ্ঞতা দিয়েই সুযোগ পেয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। চোটের কারণে ছিটকে পড়া আরেক পেসার ডোয়াইন প্রিটোরিয়াসের বদলি হিসেবে দলে জায়গা পেলেন সাত টেস্টে ৩৭ উইকেট নেওয়া ইয়ানসেন।
ইয়ানসেন অবশ্য দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দলের সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবেই ছিলেন। আজ আরেকজন স্ট্যান্ডবাই খেলোয়াড়ের নামও ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা। মিডিয়াম পেসার লিজাড উইলিয়ামসকে দলে নিয়েছে দলটি। উইলিয়ামসেরও অবশ্য খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নেই। ৬ ম্যাচের ক্যারিয়ারের সর্বশেষটি তিনি আবার খেলেছেন ২০২১ সালে জুলাইয়ে।