উড়তে উড়তে ভেঙে পড়ল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিমান
আকাশে উড্ডয়নরত অবস্থায় বিধ্বস্ত হয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধবিমান। বুধবার (১২ অক্টোবর) দেশটির গোয়া উপকূলে নিয়মিত উড্ডয়নের সময় কারিগরি ত্রুটির কারণে এটি ভেঙে পড়ে।
অবশ্য যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও এর পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন এবং পরে তাকে উদ্ধার করা হয়। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর এই যুদ্ধবিমানটি মিগ-২৯কে মডেলের এবং ২০১৯ সাল থেকে এই মডেলের বিমানের এটি চতুর্থ দুর্ঘটনা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য একটি তদন্ত বোর্ডকে (বিওআই) নির্দেশ দেওয়া হয়েছে।
এনডিটিভি বলছে, নিয়মিত উড্ডয়ন শেষে বিমানটি ঘাঁটিতে ফেরার সময় বিধ্বস্ত হয়। মূলত গোয়া উপকূলের কাছে সমুদ্রের ওপর দিয়ে ঘাঁটিতে ফেরার সময় হঠাৎ যুদ্ধবিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর জেরে বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদেই বিমান থেকে বেরিয়ে আসায় কোনো প্রাণহানি ঘটেনি। পরে তল্লাশি শুরু হলে উদ্ধারকারী দল ওই পাইলটকে খুঁজে পায়। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।