তেল উৎপাদন কমানোয় সৌদি আরবকে হুঁশিয়ারি বাইডেনের

www.ajkerpatrika.com প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ১৫:৫০

তেল উৎপাদন কমানোয় সৌদি আরবকে ‘পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের অনুরোধ উপেক্ষা করে এমন সিদ্ধান্ত নেওয়ায় দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে ওয়াশিংটন।


মঙ্গলবার (১১ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, সৌদি আরব তেল উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য অবশ্যই ‘পরিণতি’ ভোগ করতে হবে রিয়াদকে। তবে দেশটির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়ে কিছু বলেননি মার্কিন প্রেসিডেন্ট।


বাইডেনের এই হুঁশিয়ারির এক দিন আগেই ডেমোক্রেটিক সিনেটর বব মেন্ডেজ বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিসহ সব ধরনের সহযোগিতা তাৎক্ষণিকভাবে স্থগিত করতে হবে। 


বৈশ্বিক করোনা মহামারি শুরুর পর তেল উৎপাদনে সবচেয়ে বড় ধরনের হ্রাসের ঘোষণায় সৌদি আরবের ওপর ক্ষুব্ধ হয়েছেন বাইডেন। তেল উৎপাদন কমিয়ে উচ্চমূল্য সৃষ্টি করে পরোক্ষভাবে ইউক্রেন যুদ্ধে অর্থায়নে অন্যতম বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার উপকার করছে সৌদি, এমনটা মনে করছে ওয়াশিংটন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও