কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাতরোগকে অবহেলা নয়

বাতরোগ বা আর্থ্রাইটিস নানা ধরন নিয়ে প্রকাশ পেতে পারে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর ১২ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব আর্থ্রাইটিস দিবস।

ব্যথা বাতরোগের একটি গুরুত্বপূর্ণ ও অন্যতম উপসর্গ। কিন্তু ব্যথা নিজে কোনো রোগ নয়। ব্যথার চিকিৎসা করাতে হলে এর কারণ নির্ণয় করা প্রয়োজন আর সে জন্য ব্যথার নানা ধরন সম্পর্কে ধারণা থাকা দরকার।

নানা কারণে মানুষের হাড়ে বা সন্ধিতে ব্যথা হতে পারে। যেমন আঘাত, প্রদাহ, ভুল জীবনযাপন, বয়সজনিত ক্ষয়, অতিরিক্ত ওজন ইত্যাদি। এর বাইরে আছে পেশির ব্যথা, স্নায়ুর ব্যথা। আজ আমরা বাতরোগেই আলোচনা সীমাবদ্ধ রাখব।

অনেকেরই ধারণা, বাতরোগ কেবল বয়স্ক ব্যক্তিদের সমস্যা। ধারণাটি ভুল। বাত যেকোনো বয়সে হতে পারে। এমনকি শিশুদেরও বাতরোগ আছে। তবে বয়স্কদের এ সমস্যা বেশি। কারণ, বয়সের সঙ্গে সঙ্গে হাড়, সন্ধি, পেশির নানা পরিবর্তন ঘটে। হাড়ের ঘনত্ব কমে গিয়ে ভঙ্গুর হয়ে যায় (অস্টিওপোরোসিস)। তবে এটি ব্যথাহীন একটি সমস্যা। সন্ধি বা গিরা যখন ক্ষয় হতে থাকে, তখন একে বলে অস্টিওআর্থ্রাইটিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন