এনআইডি চলে গেলে চলে যাবে: সিইসি

ডেইলি স্টার নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১৬:৩৮

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের কাজ নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'এনআইডি চলে গেলে চলে যাক, এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না।'


আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।


সিইসি বলেন, 'এনআইডি তৈরির দায়িত্ব এখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যায়নি, নীতিগত অনুমোদন পেয়েছে মাত্র।'


তিনি বলেন, 'এটা আমাদের বিষয় না। এটা সরকার, সংসদ ও রাষ্ট্রের বিষয়। আমরা এটা নিয়ে মাথা ঘামাবো না। আমরা ভোটার তালিকা তৈরি করব। সেই স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে নির্বাচন হবে। এনআইডি নিয়ে আমরা মাথা ঘামাবো না।'


এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, 'আমাদের নির্বাচন প্রক্রিয়ায় ভোটাররা যাতে ভোট দিতে পারেন, সেজন্য ভোটার তালিকা শুদ্ধ আছে কি না, যদি ইভিএমে ভোট হয় আঙ্গুলের ছাপ দিয়ে ভোট দিতে পারবে কি না, এগুলো আমাদের বিষয়।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও