ইউক্রেনের ‘ওয়ান্টেড’ তালিকায় মেদভেদেভ
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভকে ‘ওয়ান্টেড’ ব্যক্তির তালিকায় রেখেছে ইউক্রেন। দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউ গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের
মেদভেদেভ বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান। এসবিইউর বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সীমানা লঙ্ঘন প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ফৌজদারি আইনের একটি ধারার আওতায় তাঁকে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের বেশির ভাগ সদস্যই ইউক্রেনের ‘ওয়ান্টেড’ তালিকায় রয়েছেন।